বৈদিক বিশ্ব হিউম্যানিটি এন্ড কাল্চারাল সোসাইটি

সার্বিক গুনময়ী শিক্ষা  জাতহীন সমাজ

                                                                                                                                                           লেখক - ড্র. .কে. মাইতি, পী.এচডি.

                                                                                                                                          

হাজার  বছরের ওপর জাতিভেদের কুপ্রথা ভারতীয় সমাজকে বিভক্ত   করে রেখেছে এই বিভক্ত  সমাজ ভারতের উন্নতির  প্রতিবন্ধ কি ভাবে এই সমাজ বিভক্ত  হল তার এক সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরছি

 

বর্ন : ঋগবেদের সময়  (৩০০০৪০০০ বছর আগেথেকে  মানুষকে চারভাগে বিভক্ত করা হয়েছ, তার কাজের উপর ভিত্তি করে যেমন, যাঁরা জ্ঞনী, দার্শনিক, তাঁদের বলা হল ব্রাহ্মণ  যুদ্ধ বিদ্যায় যাঁরা দক্ষ, তাঁদের বলা হল ক্ষএিয় যাঁরা ব্যবসা করবেন, তাঁদের বলা হল বৈশ্য আর যাঁরা শ্রমিকের কাজ করবেন, তাঁদের বলা হল শুদ্র সব বর্নের মানুষের পড়া লেখার অধিকার ছিল শুদ্র পরিবারে জন্ম  ছেলে বা মেয়ে পড়া লেখা করে জ্ঞনী, দার্শনিক হলে , তিনি ব্রাহ্মণ হবেন; উলটো টাও হতে পারত। একই পরিবারে, একজন ব্রাহ্মণ, একজন ক্ষএিয়, একজন বৈশ্য, একজন শুদ্র থাকতে পারত সব বর্নের মানুষ রাজা হয়েছেন মেয়েদের পড়া লেখার সমান অধিকার ছিল মেয়েরা জ্ঞনী, দানিক হয়ে ৠষির স্থান অধিকার করেছেন    বৈদিক সময়ের কিছু প্রতিভাশালী ব্যাক্তির  উদাহরন :

খীষ্ট্রপূর্ব  : মৈত্রয়ী , গার্গিৠষিদার্শনিক    সুস্রুতা –  প্লাষ্টিক সার্জারীর জনক চরক - ভারতীয় ঔষধের জনক পতনঞ্জলীযোগসুত্র কনাদপরমানু  তত্বের জনক

 খীষ্ট্রাব্দকালীদাস (৩৬৬ খীষ্ট্রাব্দ  )  – মহকবি আর্যভট্ট  (৪৬৭ খীষ্ট্রাব্দ) - শূন্যের আবিষ্কর্তা , জোতির্বিদ্যার  জনক  বরাহমিহির  (৫০০ খীষ্ট্রাব্দ) - জোতিশবিদ্যার জনক ভাস্কর () ( ১১১৪ খীষ্ট্রাব্দ ) – গনিতবিদ্যার জনক  লীলাবতী ( ১১৫০ খীষ্ট্রাব্দ ) - গনিতঙ্গ ক্ষনা (প্রায়  ১২০০ খীষ্ট্রাব্দ ) – কবিজোতিশবিদ্যায় পারদর্শিনী

 

জাতি (caste)  : প্র।য় ১০০০ বছর জাতি প্রথা  ভারতবর্ষে  চলছে জাত মানে জন্ম  কারোর যে  পরিবারে জন্ম , সেই পরিবারের  কর্ম গ্রহন করা বাধ্যতামুলক ব্রাহ্মণরাই শুধু পড়া লেখার অধিকারী তার যোগ্যতা না থাকলেও, তাঁরাই করবেন  পড়া লেখা শুধু তাই নয়, ব্রাহ্মণ মেয়েরাও পড়া লেখা অধিকার থেকে বন্চিত হলেন চর্মশিল্পি পরিবারের সন্তানকে চর্মশিল্পের কাজই করতে হবে, পড়া লেখার যোগ্যতা থাকলেও বা ইচ্ছা থাকলেও করার অধিকার নেই  সমাজের কতিপয় ব্যক্তিই পড়া লেখার চিন্তা করার  সুযোগ  পেল ফলে সমাজ ধীরে ধীরে নীচে চলে গেল বৈদিক সময়ে বহিশক্তি পরাজিত হয়েছে জাতিবাদী সমাজে বহিশক্তি ভারতে চেপে বসল ৩০০০ জাতি তৈরি হল

 

উপজাতি (Subcaste)  :  

সমাজকে জাতে ভেঙ্গে মনুষ ক্ষান্ত হলনাভাঙ্গন প্রক্রিয়া আরও চলতে থাকল প্রতিটি জাতিকে ভেঙ্গে তৈরী হল উপজাতি   যেমন, ব্রাহ্মণ এক বর্ন; কন্যাকুব্জা ব্রাহ্মণ, সুরীয়পারী ব্রাহ্মণ, গৌর ব্রাহ্মণ জাতি; শ্রীমালি, পুরোহিত, পুষ্কর্ন  ব্রাহ্মণ উপজাতির উদাহরন

উপজাতি তৈরীর কারন হল , জাতির মধ্যে অভিজাত মানুষদের আলাদা হয়ে যাওয়া, এক জায়গা ছেড়ে অন্য যায়গায় বসতি স্থাপন, আচারের পরিবর্তনপেশা বা কাজের পরিবর্তনকাজের পদ্ধতির পরিবর্তন এবং অন্যান্য এখন ২৫,০০০

উপজাতি আছে

এই বিষয়ে অভিঙ্গ ব্যক্তির মতে, উপজাতিকে সমাজের নিম্নতম গোষ্ঠি ধরা যেতে পারে, যাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে এবং  আচারবিচারের মিল আাছে

সমাজ এত ভাগে বিভক্ত যে, এক উপজাতিতে বড়জোর কয়েক লক্ষ মানুষ আছে এই কারনে, ভারতকে বহিঃশক্তির কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে  এবং ভারতের বিকাশের পরিপন্থি তাই বৈদিক বিশ্ব হিউম্যানিটি এন্ড কাল্চারাল সোসাইটি জাতহীন সমাজের  প্রস্তাব রাখছে জাতহীন সমাজ সম্ভব, যদি সার্বিক গুনময়ী  শিক্ষা হয়


জাতবাদী  সমাজের  সংগে  জাতহীন সমাজের  কি পা্থক্য :

 

জাতবাদী সমাজ : আমার জাত নিয়ে গর্বিত পারিবারিক সম্পর্ক নিজের জাতের মধ্যে

জাতহীন সমাজ : এক বৃহৎ এক্যবদ্ধ সমাজের সদস্য হিসাবে গর্বিত পারিবারিক সম্পর্ক বৃহত্তর সমাজের  মধ্যে

 জাতবাদী সমাজ : কেবল এক শিক্ষিত, ধনী পরিবারে জণ্মই হল যোগ্যতার মাপকাঠি, নিজের শিক্ষা দীক্ষা  মুল্যহীন, জন্ম দেয় অহংকার উদ্ধত আচরন

জাতহীন সমাজনিজস্ব শিক্ষা - দীক্ষাআচরব্যবহারই তাঁর পরিচয়। এতে ব্যক্তি হয়ে ওঠে  নিরহংকার, মানবিক

জাতবাদী সমাজঅন্য জাতের লোকের প্রতি সম্মান নেই  আমাদের জাতের মানুষরাই বড় কাজ করতে পারে

জাতহীন সমাজসকলকে সম্মান , প্রতিভা সবার মধ্যে আছে শিক্ষা সুবিধা পেলে, যে কেউ বড় কাজ করতে পারে

 

জাতবাদী সমাজ : পারিবারিক সিদ্ধন্তে মেয়েদের ভুমিকা কম কন্যা বৌমাকে আলাদা চোখে দেখা হয়। এতে পারিবারের সাফল্য কমে যায়

জাতহীন সমাজ : পারিবারিক সিদ্ধন্তে মেয়ে ছেলের সমান ভুমিকা কন্যা বৌমাকে সমান চোখে দেখা হয়।  এতে পারিবারের  উন্নতি তথা দেশের উন্নতি হয়

জাতবাদী সমাজখারাপ, দু্ষ্ট লোককে  বলা হয়-  নীচু জাতেরতাই দু্ষ্ট   কোনো মানুষকে পছন্দ অপছন্দ  করা হয়  জাত দেখে

জাতহীন সমাজ :  দু্ষ্ট লোক দু্ষ্টই আইন তার ব্যবস্থা নেবে। পছন্দ অপছন্দ  নির্ভর করে গুনবত্তাই উপর

জাতবাদী সমাজজাতকে বিভক্ত করে আরও উপজাতি বানিয়ে নিজেদের গোষ্ঠিকে প্রতিষ্ঠিত করা

জাতহীন সমাজ : সমাজে একতা এনে দেশকে সমৃদ্ধ করা

জাতবাদী সমাজ : সামাজিক কিংবা ধার্মিক অনুষ্ঠান  পুরুষ ব্রহ্মন পরিচালনা করেন  এবং মন্ত্রে জাতের উল্লেখ করেন

জাতহীন সমাজযে কেউ, পুরুষ কিংবা মহিলা  জ্ঞান থাকলেই  অনুষ্ঠান পরিচালনা করেতে পারবেন  মন্ত্রে জাতের উল্লেখ থাকবেনা, অন্যথা বাকী মন্ত্র পদ্ধতি সমান

 

বৈদিক বিশ্ব হিউম্যানিটি এন্ড কাল্চারাল সোসাইটি (Vedic Vishva Humanity & Cultural Society (https://www.vedicvishva.in) এক রেজিস্টার্ড  এন.জি.ও., এই সংস্থা সার্বিক গুনময়ী  শিক্ষা ও জাতহীন সমাজের জন্যে কাজ করে । দয়া করে, এই সংস্থার অন-লাইন  সদস্য  (on-line member) হয়ে, সংস্থার কাজকে সমর্থন ও সাফল্যমন্ডিত করুন । সদস্য হওয়ার জন্য কোনো মুল্য নাই ।

© 2025. | Vedic Vishva Humanity Cultural & Welfare Society All Rights Reserved. Powered By Itarsia India Limited